বড়দিন উপলক্ষে মরিয়মনগর চার্চে ব্যাপক প্রস্তুতি
ত্রিপুরা, ২৩ ডিসেম্বর : ক্রিস্টমাস ডে উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর মরিয়মনগরে দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে৷ আগামী ২৫ ডিসেম্বর ভগবান যীশু খ্রীষ্টের জন্মদিনকে সামনে রেখে আগরতলার মরিয়ম নগর স্থিত গির্জাকে সাজিয়ে তোলা হয়েছে৷ ২৫ এবং ২৬শে ডিসেম্বর দুদিন বিশাল মেলার আয়োজন করেছেন কর্তৃপক্ষ৷কাজ চলছে দ্রুত গতিতে৷জানিয়েছেন গির্জার এক জন সদস্য৷ তিনি জানান প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে বিশেষে প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে৷ উল্লেখ্য ক্রিসমাস ডে উপলক্ষে মরিয়ম নগর গির্জায় প্রতিবছর ব্যাপক সংখ্যক লোকের সমাগম ঘটে৷ শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজনরাই নন বিভিন্ন ধর্ম ও বর্নের লোকজনরা দুই দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করেন৷ মরিয়ম নগরে খ্রিস্টমাস ডে উপলক্ষে মেলা দীর্ঘদিনের ঐতিহ্য৷ এই মেলা কে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য কর্তৃপক্ষের তরফে এবং সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ক্রিসমাস ডে উপলক্ষে আয়োজিত মেলায় সকল ধর্ম বর্ণের মানুষজনকে শামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷