বড়দিনের প্রস্তুতি চলছে জোরদার, মরিয়মনগর চার্চ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরা, ২৪ ডিসেম্বর : বর্তমান সরকার সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে৷ শুক্রবার মরিয়মনগর চার্চ পরিদর্শন শেষে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বড় দিন উপলক্ষ্যে সেজে উঠছে চার্চ ও বাড়ি ঘর৷ আর এই বড় দিনকে কেন্দ্র করে সেজে উঠছে মরিয়ম নগর চার্চ৷ খ্রিষ্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও মরিয়ম নগর মুখী হবেন ২৪ ডিসেম্বর থেকে৷ সেই দিকটির কথা মাথায় রেখে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে চার্চ৷ চার্চকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট৷ শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মরিয়ম নগর চার্চ পরিদর্শন করেন৷ বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে তা নিরসনের উদ্যোগ নেন তিনি৷ সঙ্গে ছিলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী, চার্জের দায়িত্বপ্রাপ্ত ফাদার লিনেস সহ অন্যান্যরা৷ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান এই এলাকায় দীর্ঘ বছর যাবত পরিকল্পনা ছাড়া কাজ করা হয়েছে৷ যে কারণে বাড়ি ঘড়ে জল ঢুকে যায়৷ রাস্তা থেকে ড্রেইন উঁচুতে রয়েছে৷ সেই কারণে জল সরতে পারে না৷ এই সমস্ত সমস্যার নিরসন করা হবে৷ তবে কিছুটা সময় লাগবে৷ স্থায়ী সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী৷ খ্রীস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সকলক অংশের মানুষকে বিশেষ দিনের শুভেচ্ছা জানান তিনি৷