দিল্লিতে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠল কংগ্রেস
ত্রিপুরা, ২৪ ডিসেম্বর : দেশের বিভিন্ন রাজ্য ঘুরে এবার রাজধানীতে এসে পৌঁছল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শনিবার ভোরে হরিয়ানার ফরিদাবাদের এনএইচপিসি মেট্রো স্টেশন থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। প্রবল শীতকে উপেক্ষা করেই রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় পা মেলান কংগ্রেসের নেতা ও কর্মীরা। ফরিদাবাদ থেকেই দিল্লিতে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা। সেই সময় উপস্থিত ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী-সহ অনেক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। দেখতে দেখতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা প্রবেশ করল দিল্লিতে। এদিন সকালে নতুন করে উৎসাহ ও উদ্দীপনায় দিল্লিতে এগিয়ে চলে রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা। এদিন সকালে রাহুল গান্ধী বলেছেন, “কেউ কেউ ঘৃণা ছড়ালেও, দেশের সাধারণ মানুষ এখন ভালোবাসার কথা বলছেন। প্রতিটি রাজ্যে লক্ষাধিক মানুষ এই যাত্রায় যোগ দিয়েছেন। আমি আরএসএস-বিজেপির মানুষজনকে বলতে চাই, আমরা আপনাদের ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে এসেছি।’ এদিকে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা দিল্লিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই দক্ষিণ-পূর্ব দিল্লির কিছু অংশে ট্র্যাফিক প্রভাবিত হয়েছে।