প্রতি ঘরে সুুশাসন অভিযানের সমাপ্তি রাজ্যের প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুুযোগ পৌঁছে দিতেই এই অভিযান : মুখ্যমন্ত্রী
ত্রিপুরা , ২৬ ডিসেম্বর : রাজ্যের প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের সুুবিধা পৌঁছে দিতে প্রতি ঘরে সুুশাসন অভিযানের সূচনা হয়েছিল৷ এই অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুুবিধাও জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে গত ১৭ সেপ্ঢেম্বর এই অভিযানের সূচনা হয়েছিল৷ আজ ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে তা সমাপ্ত হয়েছে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে প্রতি ঘরে সুুশাসন অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, মুখ্যসচিব জে কে সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস৷ উল্লেখ্য, আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সুুশাসন দিবসও পালন করা হয়৷ অনুষ্ঠানে অতিথিগণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতি ঘরে সুুশাসন অভিযানের রিপোর্ট কার্ডের আবরণ উন্মোচন করেন৷ তাছাড়াও মুখ্যমন্ত্রী এদিন ’আমার সরকার’ প্রকল্পে জনসচেতনতামূলক একটি লিফলেটের আবরণ উন্মোচন এবং ’আমার সরকার’ মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন৷ প্রতি ঘরে সুুশাসন অভিযানের সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, বিভিন্ন নিগমের চেয়ারম্যান, রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ, রাজ্যের ৮ জেলার জেলাশাসকগণ, বিভিন্ন ব্লকের বিডিওগণ৷