হাড় হিম করা ঠাণ্ডায় কাঁপছে আমেরিকা; তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৩১, বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল
ত্রিপুরা, ২৬ ডিসেম্বর : হাড় হিম করা ঠাণ্ডায় বিপর্যস্ত আমেরিকা। তুষারঝড়ে আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বিদ্যুৎহীন বিস্তীর্ণ অঞ্চল, অন্ধকারের মধ্যেই দিন কাটছে হাজার হাজার মানুষের। কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। বড়দিন এবার খারাপই কাটল আমেরিকায়। নানা প্রান্তে হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ঠাণ্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তুষারঝড়ের প্রেক্ষিতে নাগরিকদের ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। যতটা সম্ভব বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে সকলকে। খুব জরুরি দরকার না হলে কেউ রাস্তায় বেরোচ্ছেন না। ঠাণ্ডা ও তুষারঝড়ে কলোরাডোতে মৃত্যু হয়েছে ৪ জনের, শুধুমাত্র নিউ ইয়র্কেই মারা গিয়েছেন ১২ জন। মোট ৯টি প্রদেশ থেকে মৃত্যুর খবর এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।