Feature Newsfleshত্রিপুরারাজনীতি

গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই : মুখ্যমন্ত্রী

ত্রিপুরা, ২৭ ডিসেম্বর : গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর খুন হওয়া দলপতি ভিলেজের নির্বাচিত সদস্য চানমোহন ত্রিপুরার সোমবার গণ্ডাছড়ায় ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এভাবেই বামেদের বিঁধেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা। তাঁর কথায়, চাঁনমোহনের বলিদান বৃথা যাবে না। ৪৪ রাইমাভ্যালি বিজেপি মন্ডল আয়োজিত বলিদান দিবসে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা, মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং। অনুষ্ঠান মঞ্চে ওঠার আগে চাঁনমোহনের শহীদ স্মারকে স্মৃতিতর্পণ করেন মুখ্যমন্ত্রী। এরপর নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, চাঁনমোহন ত্রিপুরা নিছক একটি নাম নয়। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। উচ্ছৃঙ্খল এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। এরই পরিণামে তাঁকে বলিদান দিতে হয়েছে। কিন্তু মানুষ তাঁকে ভূলে যায়নি। আগামীদিনেও এই ত্রিপুরায় উন্নয়ণ, সুশাসন এবং আরো উন্নয়ণের জন্য চাঁনমোহণের স্বপ্নকে সফল করবেন রাজ্যের আপামর মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *