কোভিড মোকাবিলায় পদক্ষেপ, দেশি সংস্থার ওষুধ ‘নিরমাকম’কে ছাড়পত্র
ত্রিপুরা, ২৮ ডিসেম্বর : চিন-সহ কয়েকটি দেশ থেকে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোয় সতর্ক ভারত। বিদেশ ফেরত বেশ কয়েকজনের শরীরে ধরা পড়েছে কোভিডের জীবাণু। মহামারীর বাড়বাড়ন্ত রুখতে ফের কোমর বাঁধছে দেশ। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ‘প্রি-কোয়ালিফিকেশন’ বা প্রাথমিক অনুমোদন পেল ‘হেটেরো’ সংস্থার তৈরি ওষুধ, নিরমাকম। এটি একটি ওরাল ড্রাগ, যা করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দরাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরো। এটি ফাইজারের তৈরি ওরাল অ্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প্যাক্সলোভিড’-এর জেনেরিক ভার্সন। এই ‘প্যাক্সলোভিড’কে হু-এর তরফে অতি সংকটজনক রোগীদের জন্য সঠিক ওষুধ বলে গণ্য করা হয়েছিল। ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এল একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না। নির্মাণ সংস্থা জানিয়েছে, কোভিডের লক্ষণ দেখা..