বিশ্বজুড়ে টুইটারে সমস্যা, লগ ইন করতে পারছেন না হাজার-হাজার ইউজার
ত্রিপুরা, ৩০ ডিসেম্বর : আচমকা সমস্যায় টুইটার ব্যবহারকারীরা। অভিযোগ, টুইটারে লগ ইন করতে পারছেন না বহু ব্যবহারকারী। তবে কেন এই সমস্যা তা নিয়ে এলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।বিভিন্ন সূত্রে মারফত খবর, আমেরিকা-কানাডার প্রায় ১০ হাজার ইউজার টুইটারে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। সমস্যার সূত্রপাত হয় আমেরিকার স্থানীয় সময় বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যা মেটেনি। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বজুড়ে হাজার-হাজার ইউজার অভিযোগ করেন তাঁরা টুইটারে লগ ইন করতে পারছেন না। সমস্যা মূলত দেখা গিয়েছে, টুইটারের ওয়েব ভারসানে। কেউ কেউ আবার দাবি করেছেন, টুইটারের নোটিফিকেশন আসছে না। সবমিলিয়ে চরম সমস্যার মুখে টুইটার ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ইউজারদের অভিযোগ, মাস্ক টুইটারের দায়িত্ব..