গোয়ালঘর থেকে উদ্ধার ৫০ লক্ষের ফেন্সিডিল
ত্রিপুরা, ৩০ ডিসেম্বর : সোনামুড়া মহকুমা বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি মহকুমা। এই মহকুমা পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র বলে পরিচিত ।মহকুমার চারটি থানায় এলাকায় প্রতিদিন কোন না কোন স্থানে নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ প্রশাসন।ফের অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। এই অভিযান করা হয়েছে সোনামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি মানিক দেবনাথের নেতৃত্বে। ওসি মানিক দেবনাথ ছাড়াও মহিলা এস আই অনামিকা দেব সহ বিপুল পুলিশ টিএসআর বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চলে।বুধবার রাত আনুমানিক ১০টায় সময় অভিযান শুরু হয়ে চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। প্রাপ্ত খবর অনুসারে জানা যায়, সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার রুহুল আলমের বাড়িতে অভিযান করে মোট ৫১৫০ টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়েছে ।গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে পুলিশের উদ্যোগে রুহুল আলমের বাড়ির গোয়াল ঘরে লুকানো অবস্থায় পাওয়া যায় এই অবৈধ নেশা সামগ্রী।উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। অভিযুক্ত রুহুল আলম পলাতক। পুলিশ তার বিরুদ্ধে নেশা বিরোধী আইনে এজহার গ্রহণ করেছে। ও ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ওসি মানিক দেবনাথ..