তেইশের ভোটে বাম কংগ্রেস জোট হবেই
ত্রিপুরা, ৩১ ডিসেম্বর : বিজেপিকে পরাস্ত করতে জোটের দিকেই হাঁটছে সিপিআইএম এবং বামফ্রন্টের শরিকদলগুলো, শুক্রবার অনেকটাই স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম প্যলিটব্যুরো সদস্য মানিক সরকার। যদিও জ্ঞানগর্ভ বক্তৃতায় তিনি বার বার বোঝানোর চেষ্টা করেছেন, শেষ সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু কুমারঘাটে প্রাক্তন বাম মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রমাণ করছে, বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে সরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বামফ্রন্ট। তবে তা ঘোষণা করার জন্য সময় এবং সুযোগের অপেক্ষা করছে কংগ্রেস এবং বামফ্রন্ট।ইতিমধ্যেই বাম কংগ্রেসের জোট নিয়ে বিভিন্ন ধরনের রাজ্য রাজনীতির অন্দরে। এদিন সাংগঠনিক কাজে কুমারঘাটে গিয়েছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম পালিট ব্যুরো সদস্য মানিক সরকার। সেখানে দলের মহকুমা দপ্তরে সাংগঠনিক বৈঠক..