Feature Newsfleshবিশ্বভারত

বাংলা ভাষা-সংস্কৃতি নিয়ে আগ্রহ ছিল পেলের! খেয়েছেন বাঙালি খাবারও

ত্রিপুরা, ৩ জানুয়ারি : বিশ্বকাপ শেষ হয়েছে, মাত্র কয়েক দিন হল। আর তার মধ্যেই কি না আমরা বিশ্ব ফুটবলের সেরা নক্ষত্রকে হারালাম! পেলে, আমাদের রূপকথার মহানায়ক, তিনি আর নেই। বৃহস্পতিবার গভীর রাতে প্রথম খবরটা শুনি যখন, ভেবেছিলাম গুজব। সোশ্যাল মিডিয়ার যুগে কতই না এ সমস্ত উল্টোপাল্টা খবর ছড়ায়। কিন্তু ব্রাজিলে এক পরিচিতকে ফোন করায় সে বলল, জ্বরটা সত্যি। ফুটবল সম্রাট আর নেই। ততক্ষণে চ্যানেলে, চ্যানেলে, ওয়েবসাইটে খবরটা দ্রুত ছড়াতেও শুরু করেছে পেলে নিয়ে কত স্মৃতি ভিড় করছে মনে। আমার মতো ছা পোষা একজন কোনও দিন পেলের সঙ্গে কথা বলতে পারব, ভাবতেও পারিনি। আজও মানে পড়ে দিনটা। একটা ভিডিও শ্যুটের জন্য সাও পাওলো গিয়েছিলাম। সেখানে আমি এক ব্রাজিলীয় বন্ধু বলল, তৈরি হয়ে নাও। পেলের সঙ্গে দেখা করতে যাব আমরা। শুনে স্তম্ভিত হয়ে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *