Feature Newsfleshত্রিপুরারাজনীতি

২৬ জানুয়ারি ফের দিল্লিতে ট্র্যাক্টর র‍্যালি

ত্রিপুরা, ৩ জানুয়ারি  : সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে ফের ট্র্যাক্টর র‍্যালির ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। দিল্লি-লাগোয়া হরিয়ানার জিন্দ-এ কিষাণ মহাপঞ্চায়েতের পর রাজধানীতে সরকারি অনুষ্ঠান শেষ হলে জাতীয় পতাকা তুলে দিল্লিতে ট্রাক্টর র‍্যালি ও সম্মেলন করবে মোর্চা। কেন্দ্রীয় সরকার মোর্চাকে দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় এই কর্মসুচি। এইভাবে প্রজাতন্ত্র দিবস পালিত হবে। হরিয়ানার কার্নালে ২৪ ডিসেম্বর রাকেশ টিকাইত, দর্শন পাল, যোগিন্দর সিং উগ্রাহন, অতুল আঞ্জান-সহ কৃষক নেতাদের বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে। দর্শন পাল জানিয়েছেন, সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জানুয়ারি ‘ঐক্য দিবস’ পালিত হবে। সেদিন মহাপঞ্চায়েতে উত্তরের রাজ্যগুলির কৃষকরা যোগ দেবেন। সেই মঞ্চ থেকে কৃষক ঐক্য ভাঙতে বিজেপি সরকারের ষড়যন্ত্র ফাঁস’ করা হবে। কৃষকরা দাবির সমর্থনে সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দেবেন। নেতাদের অভিযোগ, প্রতিশ্রুতি পালন না করে মোদি সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে। গত বছর ৯ ডিসেম্বর ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনী স্বীকৃতি, বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি আন্দোলন চলবে। ইত্যাদি মেনে নেওয়ার লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতেই কৃষকরা আন্দোলন স্থগিত রাখেন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি রূপায়নে কেন্দ্র কিছুই করেনি। তাই, ন্যায্য দাবির প্রতিশ্রুতি পালনে বাধ্য করতে ফের জোরদার আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে কৃষক সমাজ। এর আগে ২৬ নভেম্বর দেশের প্রতিটি রাজ্যের রাজভবনে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *