গতকাল রাতেই শহরে অমিত শাহ
ত্রিপুরা, ৫ জানুয়ারি : জনবিশ্বাস যাত্রায় অংশ নিতে আজ রাতেই ত্রিপুরায় এসেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত আনুমানিক ১১টা নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে তিনি আগরতলায় এসেছেন। আজ ৫ জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন তিনি। এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ বুধবার প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের সময় দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ । আজ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে মুখ্যমন্ত্রীর কথায়, অমিত শাহের চিন্তাধারায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে পাথেয় করে ২০১৮ সালে বিজেপি ত্রিপুরায় জয়ী হয়েছিল। ২০২৩ বিধানসভা নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরবে, দৃঢ় বিশ্বাসের সাথে বলেন তিনি। তিনি বলেন, আজ সকাল ১১টায় ধর্মনগরে এবং দুপুর ২টায় সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মনগরে জনসভা শেষে জনৈক কার্যকর্তার বাড়িতে দুপুরের আহার সারবেন তিনি। এর পর সাব্রুমে জনসভা শেষে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।