পারদ নেমেছে ৪ ডিগ্রিতে, হিমেল হাওয়ায় জবুথবু রাজধানী, শৈত্য প্রবাহের সতর্কতা জারি
ত্রিপুরা, ৫ জানুয়ারি : তারসঙ্গে হিম শীতল বাতাস। আগুন জ্বালিয়েও কাটছে না শীত। তাপমাত্রা নেমে গিয়েছে ৪ ডিগ্রিতে। মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে দিল্লিবাসী। তাপমাত্রা আরও নামতে পারে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড় সহ উত্তর ভারতের একাধিক জায়গায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। শীতে কাহিল অবস্থা সাধারণ মানুষের। বাড়ির বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা। শীতে কাঁপছে উত্তর ভারত। পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা কেটে যাওয়ায় হিমেল বাতাস হু হু করে ঢুকতে শুরু করে দিয়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। তার জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। বুধবার কনকনে ঠান্ডা নিয়ে ঘুম ভেঙেছে রাজধানী দিল্লির। তাপমাত্রার ৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন কাটিয়েছে দিল্লি। তাপমাত্রা এতটাই নেমেছে যে মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। একদিকে কুয়াশা ঢাকা আকাশ তার সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া দুইয়ের জেরে একেবারে জবুথবু অবস্থা দিল্লিবাসীর। উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে তার জন্য। শনিবার পর্যন্ত রাজধানী দিল্লিতে শৈত্য প্রবাহ চলবে বলে সতর্কতা জারি করেছে আইএমডি। তার জেরে তাপমাত্রার পারদ আরও নামতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ শৈত্য প্রবাহের কারণে তাপমাত্রার পারদ আরও নামবে। কাজেই সপ্তাহান্তে রাজধানী দিল্লির তাপমাত্রা ২ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। উত্তর ভারত জুড়ে বইছে শৈত্য প্রবাহ। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের একাধিক জায়গায় তুষারপাত হচ্ছে। সেই তুষারপাতের তীব্রতা আরও বেড়েছে। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে। পাঞ্জাব, চণ্ডীগড় দিল্লি ছাড়াও শৈত্য প্রবাহ চলবে পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও। অর্থাৎ রাজস্থানেও তাপমাত্রার পারদ নামবে হু হু করে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় মধ্য ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রার পারদ নামবে। সপ্তাহ জুড়েই উত্তর এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে চলবে শৈত্য প্রবাহ।