আপাতত স্থগিত অমিত শাহের বঙ্গ সফর, অনিশ্চিত মোদির সভাও
ত্রিপুরা, ৫ ডিসেম্বর : আপাতত স্থগিত অমিত শাহের বঙ্গ সফর। ১৭ জানুয়ারি বাংলার আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। ফলে নির্দিষ্ট দিনে বঙ্গে শাহি সফর আপাতত স্থগিত বলে সূত্রের খবর। তবে শুধুমাত্র অমিত শাহ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সফরও কাঁটছাট হচ্ছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ১৭ জানুয়ারি বীরভূমের সিউড়িতে সভা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরামবাগেও সভা করার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত পিছিয়ে গেল সেই সফর। কারণ, ১৬-১৭ জানুয়ারি হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতি রয়েছে। সেখানেই হাজির থাকবেন তিনি। বদলে বাংলায় শাহি সফর কবে হবে, তা এখনও ঠিক নেই। এদিকে ১৯ তারিখ শিলিগুড়িতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র..