প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যবাসীকে হীরা দেবেন, এখন হীরার সাথে মানিকও দিয়েছেন, ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার সূচনায় প্রশংসা অমিত শাহের
ত্রিপুরা, ৬ ডিসেম্বর : ত্রিপুরায় ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যবাসীকে হীরা দেবেন। এখন হীরার সাথে মানিকও দিয়েছেন। ত্রিপুরায় ধর্মনগরে জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় রাজ্যের উন্নয়নের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহার প্রশংসায় একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রীর স্বপ্নকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সফল রূপ দিচ্ছেন। জনবিশ্বাস যাত্রার সূচনায় আগরতলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। তিনি গতকাল বুধবার রাতে আগরতলায় আসবেন বলে স্থির হয়েছিল। কিন্তু, ঘন কুয়াশার কারণে তাঁর বিমান আগরতলায় অবতরণ করা সম্ভব হয়নি। ফলে, তিনি গুয়াহাটি চলে গিয়েছিলেন। আজ সকালেও ঘন কুয়াশার কারণে আগরতলায় আসতে তাঁর বিলম্ব হয়েছে। আগরতলায় পৌছে তিনি হেলিকপ্টারে সোজা ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দেন। এদিন জনসভায় মহিলা মোর্চার তরফে বিধায়িকা মালিনা দেবনাথ ঊনকোটির প্রতিকৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দিয়ে তাঁকে সম্বর্ধনা জানিয়েছেন। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিকৃতি তাঁর হাতে তুলে দিয়ে তাঁকে সম্বর্ধিত করেছেন।