Feature Newsত্রিপুরাবিশ্বভারত

অনুমোদন ছাড়াই বাংলাদেশে পাচার লক্ষ লক্ষ টাকার ওষুধ

ত্রিপুরা, ৭ জানুয়ারি : জিএসটি ফাঁকি দিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থান করে রাতারাতি লক্ষ লক্ষ টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছে একাংশ অবৈধ ব্যবসায়ী। আগরতলা শহর হয়ে উঠেছে এই সমস্ত ব্যবসায়ীদের প্রধান কর্মক্ষেত্র। খবর রয়েছে এ সমস্ত ব্যবসায়ীদের একটা অংশ সম্পূর্ণ বাঁকা পথে বাংলাদেশে মেডিসিন পাচার করছে। বাংলাদেশে সাপ্লাই করার বৈধ অনুমোদন তাদের কাছে নেই। বৈধ কাগজপত্র ছাড়াই তারা ব্যবসা চালাচ্ছে। এক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার সীমান্ত। অঞ্চল। আগরতলা থেকে রাজ্যের সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় নিয়ন্ত্রিত ব্যবসাটি। বিভাগীয় দপ্তরের অথব ভূমিকার কারণে মূলত সারা বছরেই রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থান করে এই সমস্ত অসাধু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তাদের টার্গেট পূরণ করে যাচ্ছে। তাদের ব্যাংক ব্যালেন্স দিনের পর দিন গগনচুম্বি হচ্ছে। এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানদের একটির বিরুদ্ধে জোরালো অভিযোগ ওঠার পর অতি সম্প্রতি নিদ্রা ভেঙেছে গোর্খা বস্তির ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অফিসের। ওষুধ বিক্রির বৈধ কোন কাগজ দেখাতে না পারা, বাংলাদেশে অবৈধ উপায়ে ওষুধ সাপ্লাই করার পরিপ্রেক্ষিতে বটতলার একটি পাইকারি মেডিসিন দোকানের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। একগুচ্ছ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *