Feature Newsfleshত্রিপুরারাজনীতি

৬০ কেন্দ্রের দায়িত্ব নিতে রাজ্যে আসছেন বিজেপির ১৫ কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী

ত্রিপুরা, ৯ জানুয়ারি : শাসক দলের রাজ্য নেতৃত্বের উপর ভরসা রাখতে পারছেন না দিল্লির নেতারা। তার কারন হলো গোয়েন্দা রিপোর্ট দলের অনুকূলে নেই। কেন্দ্রের একটি টিম কিছুদিন আগেও গোপনে রাজ্য ঘুরে সমীক্ষা চালিয়েছে। কোন আসনগুলো দুর্বল সে গুলো চিহ্নিত করা হয়েছে। আবার দুর্বল কেন্দ্র, বুধ গুলো পৃথকভাবে চিহ্নিত করার পাশাপাশি ক্যাটাগরি ভিত্তিক আলাদা করে তালিকা তৈরি হচ্ছে। যে বিধানসভা কেন্দ্র গুলো বেশি দুর্বল সেগুলোর যেমন আলাদাভাবে তালিকা তৈরি হচ্ছে তেমনি যেগুলোর প্লাস করার কোন সম্ভাবনাই নেই সেই কেন্দ্রগুলোর ও আলাদা তালিকা তৈরি হয়েছে। অর্থাৎ শাসক দল এবার অঙ্ক করে, আঁটঘাট বেধে মাঠে নামছে। দেখা গেছে রাজ্যের কোন কেন্দ্রই শাসক দলের পক্ষে অনুকুল নয়। ৬০টি আসনের মধ্যে মাত্র চার থেকে পাঁচটি আসনের নিশ্চয়তা থাকলেও বাকি আসনগুলো সম্পর্কে খোদ নেতারাই তেমনভাবে নিশ্চিত নন। ফলে সেই অনিশ্চিত আসন গুলোতে সবচেয়ে বেশি জোর দিতে চায় শাসক দল। আবার বামেদের দখলে থাকা আসনগুলির মধ্যে যতটা..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *