১৫ মার্চ থেকে শুরু হতে পারে আগরতলা বইমেলা

ত্রিপুরা, ১১ জানুয়ারি : আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ৪১তম আগরতলা বইমেলা। আয়োজক রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। আজ অর্থাৎ মঙ্গলবার এই উপলক্ষ্যে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় । রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, বাংলাদেশ সহকারী হাইকমিশনার মহম্মদ আরিফ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর অরুণোদয় সাহা, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য দপ্তরের সচিব এবং অধিকর্তা প্রমুখ। প্রস্তুতি বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে আগরতলা বইমেলা। চলবে ২৬ মার্চ পর্যন্ত। উদ্যোক্তারা আশাবাদী এবারের বইমেলাতেও পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকরাও অংশগ্রহণ করবেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তা এবং প্রতিনিধিরা বইমেলাকে কিভাবে স্বার্থক করে তোলা যায় তারজন্য একটা প্রাথমিক রূপরেখা তুলে ধরেন। সেইসাথে পরিচালনার জন্য বিভিন্ন স্তরের কমিটিও গঠন করার উপর গুরুত্বরোপ করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরীও এবারের বইমেলাকে ২০২২ সালের চাইতে আরও গ্রহণ যোগ্য এবং সুন্দর করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। যেহেতু মঙ্গলবারের বৈঠকটি ছিলো প্রথমবারের মতো প্রস্তুতি বৈঠক তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *