Newsত্রিপুরাবিশ্বভারত

চট্টগ্রামে নয়া বন্দর নির্মাণে আদানিদের সহায়তা চায় বাংলাদেশ

ত্রিপুরা, ১১ জানুয়ারি : চট্টগ্রামে প্রস্তাবিত বন্দর নির্মাণে আদানিদের সহায়তা চায় বাংলাদেশ। এই বন্দর বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়নের সহায়ক হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষকরা। প্রস্তাবিত বন্দরে সামিল হতে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে দুবাই পোর্ট, সিঙ্গাপুর পোর্ট। ভারত থেকে রাষ্ট্রীয় সফরে আসা সাংবাদিকদের রবিবার এ কথা জানান বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। ভারতের কোনও লগ্নিকারীর সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, “আদানির কাছে আমরা প্রস্তাব করেছি। কিন্তু ওরা এখনও কিছু জানায়নি। ওদের গতি বড্ড ধীর। তবে প্রস্তাবিত বন্দর থেকে ৭০ কিলোমিটার দূরে যে মুক্ত বানিজ্য অঞ্চল তৈরি হবে, সেটির জন্য ভারত প্রায় এক হাজার একর জমি নেবে। জাপানও ওই প্রকল্পে সম পরিমান জমি নিতে অঙ্গীকার করেছে। চট্টগ্রাম বন্দর প্রায় ৭০০ বছরের প্রাচীন। এই মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “সিপাহী বিদ্রোহের..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *