Feature NewsfleshNewsভারত

দিল্লিতে ফের বাড়ল দূষণ, ঘন কুয়াশায় আবারও ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত

ত্রিপুরা, ১১ জানুয়ারি : রাজধানী দিল্লিতে আরও বাড়ল দূষণের পরিমান। বুধবার সকালে দিল্লিতে দূষণের পরিমান একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। দিল্লিতে বাতাসের গুণগতমান বেড়ে ৪২১-এ পৌঁছে যায়, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। প্রবল ঠান্ডার মধ্যে আবারও খারাপ হল দিল্লির দূষণ পরিস্থিতি। বায়ুদূষণের ফলে এদিনও নিঃশ্বাস নিতে অসুবিধা হয়েছে বহু মানুষের। এদিকে, ঘন কুয়াশার দাপটে ফের জনজীবন বিপর্যস্ত দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বুধবারও রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লিতে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ২৬টি ট্রেন দেরিতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে মোট ২৬টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিল্লি এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি। দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি-কাঠমান্ডু, দিল্লি-চেন্নাই, দিল্লি-জয়সলমের, দিল্লি-বরেলি, দিল্লি-মুম্বই, দিল্লি-বারাণসী, দিল্লি-শ্রীনগর, দিল্লি-জয়পুর, দিল্লি-গুয়াহাটি, দিল্লি-শিমলা প্রভৃতি বিমান বিলম্বিত হয়েছে। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, প্রায় ৪৫টি বিমান ওঠানামায় বিলম্ব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *