Feature Newsfleshত্রিপুরারাজনীতি

চূড়ান্ত ভোট ব্যস্ততার মধ্যেই টিএমসির জরুরি অস্ত্রোপচারে চিকিৎসক মুখ্যমন্ত্রী

ত্রিপুরা, ১৩ জানুয়ারি : পেছনে ফেলে আসা পেশার প্রতি দায়বদ্ধতায় বুধবার সকালে নিজের পুরনো চাকুরিস্থলে উপস্থিত হয়ে, নিজের হাতে এক নাবালকের গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করলেন খোদ রাজ্যের ডাক্তার মুখ্যমন্ত্রী। খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো অপার মুগ্ধতা। একদা ছিলেন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী। তবে সবার আগে তিনি ছিলেন একজন সুদক্ষ দত্ত চিকিৎসক। সক্রিয়ভাবে রাজনীতিতে আসার আগে নিয়মিত রোগী দেখতেন। অধ্যাপক হিসেবে মেডিক্যাল কলেজে হবু চিকিৎসকদের নিয়মিত ক্লাশ নিতেন। কিন্তু রাজনীতিতে আসার পর পেশাগত কাজে তিনি সেরকমভাবে আর সময় দিতে পারেননি। আর, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তো পেশাগত কাজের রোজনামচার আদুল পরিবর্তন ঘটে। তবে, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভের আগে তিনি ছিলেন মানুষের সেবায় ব্রতী একা এক চিকিৎসক, মেক্সিলো ফ্যাসিয়াল..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *