Feature Newsfleshভারতরাজনীতি

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ পৌঁছে গেল যুবক

ত্রিপুরা, ১৩ জানুয়ারি : প্রধানমন্ত্রীর নিরাপত্তা। বৃহস্পতিবার কর্নাটকের হুব্বালিতে এক রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই এক যুবক প্রধানমন্ত্রীর নিরাপত্তার আচ্ছাদন ভেঙে এগিয়ে যান প্রধানমন্ত্রীর দিকে। যুবকের হাতে ছিল একটি ফুলের মালা। মালা হাতে একেবারে প্রধানমন্ত্রীর একহাত দূরত্বের মধ্যে পৌঁছে যায় সে। তবে দ্রুতই তাকে টেনে সরিয়ে দেয় এসপিজির কমান্ডোরা। এদিন ২৯তম ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালের উদ্বোধন করতে হুব্বালিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল, রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত রাস্তায় রোড শো করেন মোদী। রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন উৎসাহী জনতা। গাড়ির সামনের দরজা খুলে, পাদানির উপর দাঁড়িয়ে জনগণের দিকে হাত নাড়ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই আচমকা জনতার মধ্য থেকে মালা হাতে ছুটে আসে ওই কিশোর। প্রধানমন্ত্রীর পাঁচ স্তরীয় নিরাপত্তা থাকে। ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর রোডশো চলাকালীন হঠাৎই জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে ছুটে আসে ওই যুবক। প্রধানমন্ত্রীর একেবারে ধরা ছোয়ার মধ্যে চলে আসে সে। প্রধানমন্ত্রীর সব থেকে ভিতরের নিরাপত্তা বলয়ে থাকেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা। তাঁরাই ওই যুবককে আটকান এবং সেখান থেকে টেনে তাকে সরিয়ে দেন। তবে, তার আগেই প্রধানমন্ত্রীর হাতে মালাটি তুলে দেয় সে। প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায় মালাটি গাড়ির বনেটে রেখে দিতে। এর আগে ২০২২ সালে দুই বার প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *