Feature Newsfleshবিশ্বভারত

বিশ্বের সবথেকে লম্বা রিভার ক্রুজ-এর উদ্বোধন নরেন্দ্র মোদীর

ত্রিপুরা, ১৪ জানুয়ারি : জলপথে পর্যটনের নয়া দিশা খুলে দিলেন প্রধানমন্ত্রী। বিশ্বের সবথেকে বড় রিভার ক্রুজ MV Ganga Vilas-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে গঙ্গাপাড়ে তৈরি হওয়া বারাণসী টেস্ট সিটিরও উদ্বোধন করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং অসমের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন। কার্যত ঐতিহাসিক এক ইভেন্ট বলে মত পর্যবেক্ষকদের। এর উদ্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, রিভার ক্রুজ গঙ্গা বিলাসে সূচনা হয়ে গেল। গঙ্গা নদী আমাদের কাছে শুধুমাত্র একটা জলাধার নয়, প্রাচীন কালের তপ-তপস্বীর সাক্ষী ছিল। গঙ্গা সর্বদা ভারতীয়দের মা গঙ্গা অনুপ্রাণিত করে। তবে স্বাধীনতার পর গঙ্গা বেল্ট অনেকটাই পিছিয়ে গিয়েছে। এই অবস্থায় পরিবর্তন প্রয়োজন ছিল বলে মনে করছেন নরেন্দ্র মোদী। আর তাই একেবারে নতুন চিন্তা নিয়ে কাজ শুরু হয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, একদিকে নমামি গঙ্গের মাধ্যমে গঙ্গার পরিচ্ছন্নতার কাজ চলছে। অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *