বিদ্যুৎ উন্নয়নে রাজ্য পেলো আরও ২২৭৫ কোটি ঃ যীষ্ণু
ত্রিপুরা, ১৬ জানুয়ারি : রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের সরকার। রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। আমাদের সরকারের লক্ষ্য হলো গুণমানসম্পন্ন কাজ ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা। আজ প্রজ্ঞা ভবনে ভার্চুয়ালি বিদ্যুৎ ও গ্রামোন্নয়ন পরিকাঠামোর উন্নয়নে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ এ কথা বলেন। তিনি আজ বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে ১৩২ কেভি ধলাবিল সাবস্টেশন, স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি ইন ত্রিপুরা প্রকল্পের উদ্বোধন করেন। তাছাড়াও গ্রামোন্নয়ন দপ্তরের পরিকাঠামোর উন্নয়নে খোয়াই সার্কেল, খোয়াই ডিভিশন ও তুলাশিখর সাবডিভিশন কার্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এ সমস্ত প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে ২৫.২০ কোটি টাকা। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী রিনোভেশন মর্ডানাইজেশন অব ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এবং পশ্চিম ও খোয়াই জেলায় ইনস্টোলেশন অব ডিস্ট্রিবিউশন লাইন ইকুইপমেন্ট ইন ত্রিপুরা (প্যাকেজ ১), ৩৩ কেভি /১১..