fleshNewsত্রিপুরারাজনীতি

বাড়ি বাড়ি ভোট প্রচারে জোর দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

ত্রিপুরা, ৩০ জানুয়ারি : বিজেপি বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করার পর পর সারা রাজ্যেই প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার জোরদার করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে রবিবার জনগণের আশীর্বাদ প্রার্থনা করেছেন৷ বড়দোয়ালী বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নাম প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বাড়ি বাড়ি প্রচার আরো তেজি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ রবিবার ৩২ নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় ভোট প্রচারে শামিল হন মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে শামিল হয়ে জনগণের বিভিন্ন সুখ দুঃখ ও সমস্যা সম্পর্কেও তিনি অবগত হন৷ এলাকার বিভিন্ন বাড়িতে পানীয় জলের কিছু সমস্যা রয়েছে৷ পানীয় জলের সমস্যা সহ যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান করা হবে বলে ভোট প্রচারে গিয়ে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ এদিন ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ আমাদের রাজ্যেও রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে৷ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে তাতে জনগণ দারুন খুশি৷ ভোট প্রচারে তিনি যাদের কাছে যাচ্ছেন তারা সকলে হাসিমুখে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন৷ জনগণের কাছ থেকে আশ্বাস পেয়ে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের চেয়েও এবারের নির্বাচনে অধিক সংখ্যক ভোটের ব্যবধানে এবং অধিক সংখ্যক আসন পেয়ে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *