সাধারণ বাজেট ২০২৩-২৪ : ‘সপ্তঋষি’ নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
ত্রিপুরা, ২ ফেব্রুয়ারী : বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে সাতটি ক্ষেত্রে বিশেষ জোর৷ তাই ২০২৩-২৪ সালের বাজেটকে সপ্তঋষি বাজেট বলে নামকরণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বুধবার বাজেট বক্ততা পেশ করতে গিয়েই নির্মলা সীতারমন বলেন, মূলত সাতটি বিষয়ে জোর দিয়ে এবারের বাজেট পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ সেই কারণেই এই বাজেটকে সপ্তঋষি বলে নামকরণ করছেন তিনি ৷ সাতটি বিষয়ে জোর দিচ্ছে সেই তালিকা তুলে ধরে নির্মলা সীতারন বলেন, সমাজের সবক্ষেত্রের উন্নয়ন, প্রত্যন্ত সীমায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, প্রকৃত ক্ষমতাকে কাজে লাগানো, পরিবেশ বান্ধব উন্নয়ন, যুব শক্তির বিকাশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এই বিষয়গুলি একে অপরের পরিপূরক উল্লেখ্য করে তিনি বলেন, ‘অমৃতকালে আমাদের পথ দেখাবে সপ্তঋষি।’