Feature NewsNewsত্রিপুরারাজনীতি

দিনভর নাটকের শেষে ৪৭:১৩ রেশিওতে জোটের সিদ্ধান্ত

ত্রিপুরা, ৩ ফেব্রুয়ারী : অবশেষে খুললো বাম-কংগ্রেসের জোটের জট। দুই দলের নেতৃবৃন্দের সহমতের ভিত্তিতেই ৪৭:১৩ ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দুই দল। এরমধ্যে সিপিএম দল প্রতিদ্বন্দ্বিতা করবে ৪৩টি আসনে। সিপিআই ১টি, ফরোয়ার্ড ব্লক ১টি, আরএসপি ১টি, বাম সমর্থিত নির্দল ১টি। অন্যদিকে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৩টি আসনে। ৩০ জানুয়ারির আগে দুই দল। নিজেদের মধ্যে এই আসনগুলি নিয়ে। সমঝোত করলেও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ ৩০ জানুয়ারি মনোনয়ন জমা দেবার সময় দেখা যায় সিপিআইএম দল ৬০টিতে মনোনয়ন জমা দিয়েছে। অন্যদিকে কংগ্রেস দলও ১৬টিতে মনোনয়নপত্র জমা দিয়েছে। ফলে এনিয়ে উভয় দলের মধ্যে একটা চাপা বিরুদ্ধ মনোভাবের জন্ম নিয়েছে। যদিও অবশেষে উভয় দলের নেতৃবন্দরা আগের অবস্থান মেনে নিয়ে বামফ্রন্ট ৪৭টিতে এবং কংগ্রেস ১৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। ৩০ জানুয়ারির আগের অবস্থান থেকে দুটি দল সরে আসায় ইতিমধ্যেই এই দুই দলের কর্মী সমর্থকদের মনের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিলো। যে আদৌ বাম-কংগ্রেসের জোট থাকবে কিনা। তেমনিভাবে আসন বন্টন নিয়ে যেহেতু দুই দলের মধ্যে একটা বিরুদ্ধ মনোভাবের সৃষ্টি হয়েছে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *