প্রতিদ্বন্দ্বীতায় ২৫৯ প্রার্থী পোস্টাল ব্যালটে ভোট শুরু আট ফেব্রুয়ারি
ত্রিপুরা, ৩ ফেব্রুয়ারী : মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৩২ জন প্রার্থী। ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ২৫৯ জন প্রার্থী। বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই তথ্য জানান। তিনি আরও জানান, ৩০ জানুয়ারি পর্যন্ত ৩১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরীক্ষা নিরীক্ষার সময় ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। প্রতিদ্বন্দ্বীতায় রয়ে যান ২৯১ জন প্রার্থী। ৩২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ২৫৯ জন প্রার্থী। মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন ২৯৭ জন প্রার্থী। এবারের নির্বাচনে যে ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির ৫৫, অল | ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ২৮, সিপিআই(এম) এর ৪৩, সিপিআই-এর ১, কংগ্রেসের ১৩, ইনডেজিনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার ৬, তিপ্রা মথা পার্টির ৪২, সি পি আই(এমএল) এল- ১, এআইএফবি’র ১, টিপিপি’র ২..