আগরতলা রেলস্টেশনে শিশু-মহিলা সহ ৮ রোহিঙ্গা সমেত ১২ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার
ত্রিপুরা, ৬ ফেব্রুয়ারী : আগরতলা রেলওয়ে স্টেশনে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে জিআরপিএফ। জিআরপি সূত্রে জানা গছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিয়োগে ১২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দুই শিশুসন্তান সহ ছয়জন পুরুষ এবং ছয়জন মহিলা রয়েছেন। তবে ধৃত ১২ জনের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি, বলেছে সূত্রটি। সূত্রটি আরও জানিয়েছে, গ্রেফতার বারোজনের মধ্যে এক রোহিঙ্গা-দালালও রয়েছে। বিদেশি নাগরিকদের দেশের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার প্ৰলোভন দিয়ে এই দালাল হায়দরাবাদ থেকে এখানে এসেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিদেশি আইনে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছে জিআরপিএফ-এর সূত্রটি। এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৫ জানুয়ারি বাংলাদেশ সীমান্তবর্তী সিপাহিজলা জেলার কমলাসাগর বিধানসভার কেন্দ্রের মতিনগর এলাকা থেকে ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছিল। এরাও চাকরির জন্য হায়দরাবাদি দালালের হাত ধরে এসেছিল বলে জানা গিয়েছিল