১১ই রাজ্যে আসছেন মোদি
ত্রিপুরা, ৮ ফেব্রুয়ারী : সরব প্রচার শেষ হওয়ার ৭২ ঘন্টা আগে বিধানসভা নির্বাচনের বিজেপির প্রচারে আরও তেজী ভাব আনতে আগামী ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি উদয়পুরে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি। আজ অর্থাৎ মঙ্গলবার দিন এসপিঞ্জি সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেমন প্রধানমন্ত্রীর জনসভাস্থলটি ঘুরে দেখা হয় তেমনিভাবে মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, রাজ্য বিজেপির নির্বাচনী ইনচার্জ মহেন্দ্র সিং সহ স্থানীয় নেতৃবৃন্দরাও জনসভাস্থলটি পরিদর্শন করে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত খোঁজ খবর করেন। তবে আপাতত কিছুটা সমস্যা দেখা দিয়েছে চন্দ্রপুর স্টেডিয়ামে একসাথে দুটি হেলিকপ্টারের অবতরণ নিয়ে। যেহেতু মাঠটিকে সিন্থেটিক মাঠে পরিণত করা হবে তাই দুটি হেলিকপ্টার একসাথে নামতে গিয়ে কিছুটা অসুবিধা হতে পারে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছেন..