ত্রিপুরায় এবার পরিবর্তনের ডাক মমতা ও অভিষেকের
ত্রিপুরা, ৮ ফেব্রুয়ারী : ভোটের আর মাত্র ৯ দিন বাকি। তার আগে ভোট প্রচারে মঙ্গলবার সকালে আগরতলায় পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় আগরতলায় পদযাত্রা শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদ যাত্রায় অংশ নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। পদযাত্রা শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভাও করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনী সমাবেশে ভাষণ রাখতে গিয়ে তৃণমূল নেত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা আর ত্রিপুরা ভাই-বোন, পশ্চিমবঙ্গের উন্নয়নের ভাগ ত্রিপুরাবাসীকে দেওয়া হবে। বাংলার সমস্ত উন্নয়নমূলক প্রকল্প ত্রিপুরায় করা হবে। বাংলা মডেলের কথা তুলে ধরেছেন মমতা ব্যানার্জী।