তুর্কিতে ধংসের তুর্কিনাচন
ত্রিপুরা, ৮ ফেব্রুয়ারী : একের পর এক বিধ্বংসী ভূমিকম্প কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে তুর্কি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রকৃতির এই ধ্বংলীলার জেরে তিন মিটার সরে গিয়েছে দেশটি। অর্থাৎ দেশটির ভৌগলিক অবস্থানগত পরিবর্তন হয়েছে গত কয়েকঘণ্টায় । পৃথিবীর মানচিত্রে এই ভূমিকম্পের বড় প্রভাব পড়ল বলেই জানাচ্ছেন ভূতত্ত্ববিদদের একাংশ। প্রকৃতির এই “তুর্কি নাচন” নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এ প্রসঙ্গে ইটালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির প্রেসিডেন্ট কার্লো ডগলিনি বলেন, আনাটোলিয়ান প্লেট থেকে আরব প্লেটের দূরত্ব তিন মিটার বেড়ে গিয়েছে। উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে এই আরব প্লেট তিন মিটার পর্যন্ত সরে গিয়েছে।’