ঘূর্ণাবর্তের জেরে ভরা বসন্তে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে
ত্রিপুরা, ২০ ফেব্রুয়ারী : রবিবারের সারাদিন মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি। মাঘ মাস পেরিয়ে ফাল্গুনের শুরু হয়েছে। আবহাওয়ায় বসন্তের ছোঁয়া। এইসময় বৃষ্টির ভ্রুকুটি যেন তাল কাটছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্ত এই বৃষ্টির অনুঘটক হিসেবে কাজ করছে। দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানান, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান ছত্তিশগড় উপকূল ও কিছুটা ওড়িশা উপকূলের কাছাকাছি। এর ফলেই গত দু”দিন ধরে আকাশ মেঘলা থাকছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনায় । খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও কলকাতায়। কলকাতার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশপাশি আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে, রোদ উঠবে এবং তিন থেকে চার দিনের মধ্যে ৩২ থেকে ৩৩ ডিগ্রি দিনের তাপমাত্রা হবে। রাতে তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেয়ে ২১ থেকে ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।