নির্বাচন কমিশনের কাঠগড়ায় আগরতলা প্রেসক্লাবের নির্বাচন
ত্রিপুরা, ২২ ফেব্রুয়ারী : গরিমা হারাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে প্রেস ক্লাবের খোদ কার্যকরী কার্যকর্তাদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতে প্রেসক্লাবের সাধারণ সদস্য সদস্যাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। মূলত, সভাপতি আর সম্পাদকের মধ্যে বিগত ক’বছরের রেষারেষি প্রত্যক্ষ করে বেশির ভাগ প্রকৃত ও কর্মরত সাংবাদিক প্রেস ক্লাবে আসা-যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন। ২০১৮ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর রাজ্যের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় বরিষ্ঠ সাংবাদিকদের মধ্যে যারা প্রেস ক্লাবের কার্যকর্তা ছিলেন তাদের কদর্যভাবে অপমান করে তাড়িয়ে দেয়া হয়েছিল। এরপর এবার প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে শুরু হয় নাটক। প্রেস ক্লাবের সম্পাদক ও তার লবি আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অনড়। অপর দিকে প্রেসক্লাব সভাপতি মঙ্গলবার ম্যানেজিং কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত চিঠিতে উল্লেখ করেন যে গত ডিসেম্বর মাসে প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এই কমিটির অধীনে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি এবং নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্পূর্ণভাবে প্রেসক্লাবের সংবিধানের পরিপন্থী। এ অবস্থায় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত রাখার জন্য সভাপতি অনুরোধ জানিয়েছেন রিটার্নিং অফিসারের কাছে। তিনি এই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও পশ্চিম জেলার জেলাশাসকের কাছে। এদিকে, বিধায়ক সুদীপ রায় বর্মন সোমবার রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিকের কাছে লিখিত এক চিঠিতে বলেন, রাজ্যে বর্তমানে বিধানসভা নির্বাচনের আচরণবিধি জারি রয়েছে। আগামী ২৬শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবের নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে প্রেস ক্লাবের বর্তমান কর্তৃপক্ষ নির্বাচনী আচরণবিধি লংঘন করেছে। এ অবস্থায় প্রেস ক্লাবের নির্বাচন পিছিয়ে দেবার জন্য যথাযথ উদ্যোগ নিতে বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ জানান। মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুদীপ রায় বর্মণের চিঠি পশ্চিম জেলার জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন।