শপথ গ্রহণ সফল করতে প্রস্তুতি শুরু
ত্রিপুরা, ৬ মার্চ : আগামী ৮ মার্চ ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। থাকছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই প্রস্তুতি শুরু করল বিজেপি। সরকারি কর্মসূচি হলেও দলীয়ভাবে বিজেপিও প্রস্তুতি নিচ্ছে এদিনের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার। রবিবার দুপুরে এই নিয়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ে মানিক সাহা এবং রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। এই সভায় বিজেপির বিভিন্ন জেলা কমিটির সভাপতি, প্রদেশ মোর্চার সভাপতি এবং বেশ কয়েকটি মণ্ডলের সভাপতি উপস্থিত ছিলেন। এরই সাথে বিজেপির ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৫টিতে দেওয়া সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন এই দিনের বৈঠকে। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি নিতেই এদিনের বৈঠক। তিনি এদিন সংবাদ মাধ্যমের সাহায্যে বিজেপির পৃষ্ঠাপ্রমুখ থেকে শুরু করে কার্যকর্তা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বিজেপিকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং ৮ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিনের বৈঠকে মানিক সাহা এবং রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন..