অ্যাডিনো ভাইরাস, নিউমোনিয়ার দাপটে ২ মাসে ১১৯ শিশুর মৃত্যু
ত্রিপুরা, ১০ মার্চ : রঙের উৎসবের মাঝেও ফের অ্যাডিনো ঘটেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটলো রাজ্যে। বুধবার ভোরে কলকাতা মেডিকেল হাসপাতালে ৬ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে কলকাতা মেডিকেল কলেজেই চিকিৎসাধীন ৬ মাসের আর এক শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুরই মৃত্যুর শংসাপত্রে লেখা হয়েছে অ্যাডিনো ভাইরাসের কথা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের একজন হুগলি জেলার মগরার বাসিন্দা। জ্বর, শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গ নিয়ে গত ২৭ জুন তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি ছিল সে। অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ডেথ সার্টিফিকেট (মৃত্যু শংসাপত্র)-এ লেখা হয়েছে, অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত হয়েছিল শিশুটি। তাছাড়াও অপুষ্টি এবং সেপসিসের সমস্যা ছিল তার। মৃতদের মধ্যে অন্যজন উলুবেড়িয়ার বাসিন্দা। সেও জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল। প্রথমে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়..