আজ শুরু দ্বাদশ কাল মাধ্যমিক
ত্রিপুরা, ১৫ মার্চ : পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামীকাল থেকে শুরু মাধ্যমিক। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ এই দুই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ভবতোষ সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামীকাল। রাজ্যের ৪০৮ টি উচ্চ মাধ্যমিক স্কুলের ৩৩ হাজার ৪৫৩ জন ছাত্রছাত্রী এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড সংগ্রহ করেছে। পরীক্ষা হবে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেনুতে। সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ১৯ এপ্রিল। একই সাথে এদিন শুরু হবে মাদ্রাসা ফাজিল পরীক্ষাও। এবছর মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীর সংখ্যা ৬২ জন। অপরদিকে ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তের..