Feature NewsNewsত্রিপুরারাজনীতি

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু মণ্ডল ও বুথ স্তরে হবে ব্যাপক পরিবর্তন

ত্রিপুরা, ১ এপ্রিল : কুচক্রীদের খুঁজে বের করার অভিযান শীঘ্রই শুরু করছে বিজেপি। বিধানসভা ভোটে দলে থেকে যারা দলকে পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করেছে, পরিবর্তনের পক্ষে ছিলেন, তাদের ইতিমধ্যেই তালিকা তৈরি করা হয়েছে বলে খবর। আগামী বছর লোকসভা নির্বাচন। এর আগেই বিশ্বাসঘাতকদের দল থেকে ছেটে ফেলার কাজ শুরু করতে চায় শাসক দল। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের নির্দেশে বুথ সশক্তিকরণ অভিযান শুরু করবে রাজ্য বিজেপি। বুথ শক্তিশালী হলেই মণ্ডল ও রাজ্য শক্তিশালী হবে। আর বুথ ও মণ্ডল সশক্তিকরণ অভিযান শুরু করার আগে মণ্ডল ও জেলা স্তরের সাংগঠনিক রদবদল করা হচ্ছে বলে খবর। বিধানসভা নির্বাচনে কিছু কুচক্রীদের জন্যই বিজেপির বেশ কিছু আসন হাতছাড়া হয়েছে। অন্তর্ঘাতের সাথে যুক্তদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া আগামী মাস থেকে শুরু হবে বলে খবর। সংগঠনকে আরও শক্তিশালী করা সময়ের চাহিদা বলে মনে করছে দলের শীর্ষ নেতৃত্ব। দলের একটা সুত্রে জানা গেছে। ওই অভিযানের প্রথমে কুচক্রীদের প্রভাবশালী পদ থেকে সরানো হবে। তারপর তাঁদের দল থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেবে বিজেপি। এক্ষেত্রে হয়তো প্রথম ধাপে তাঁদের পদত্যাগ করতে এবং দল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। যেমনটা হয়েছিল বনমালীপুর কেন্দ্রে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বনমালীপুরে এবার ভোটে দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *