জি-২০ সামিট : পর্যটনকে বিশ্ব দরবারে পৌঁছানোর আহ্বান
ত্রিপুরা, ১ এপ্রিল : একটা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে আরও মজবুত করতে পর্যটন শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পার্বতী রাজ্য ত্রিপুরার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান যেমন রয়েছে তেমনিভাবে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্য। এই দুইয়ের যুগলবন্দীকে সামনে রেখে ত্রিপুরা দেশের পর্যটন মানচিত্রে নতুনভাবে জায়গা করে নিতে পারে। যেহেতু রাজ্যের অভ্যন্তরে এবং বহিরাজ্যের সাথে রেল যোগাযোগ যথেষ্ট তাই রাজ্যের পর্যটন শিল্প বিকাশে এবং তাকে ভিত্তি করে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে আরও মজবুত করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। তবে এই ক্ষেত্রে রাজ্যের পর্যটনকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে নির্দিষ্ট গন্ডীর বাইরে বেরিয়ে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ কার একান্ত আবশ্যক। রাজ্যের পর্যটন দপ্তরের দায়িত্ব হাতে পেয়ে আজ প্রথম ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের সকল স্তরের আধিকারিকও কর্মীদের সাথে বৈঠকে এই বিষয়ের উপর গুরুত্বারোপ করে..