Feature NewsNewsত্রিপুরাভারত

নিরাপত্তার মোড়কে রাজধানী আজ জি-২০ বিজ্ঞান সম্মেলন

ত্রিপুরা, ৩ এপ্রিল : রবিবার বর্ণময় আয়োজনে স্বাগত জানানো হয়েছে জি-২০ প্রতিনিধিদের। জি-২০ বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে রবিবার দুপুরে নতুন দিল্লি থেকে এই প্রতিনিধিদল এক বিশেষ বিমানে আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলার বিমানবন্দরে জি ২০ প্রতিনিধিদের স্বাগত জানান রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী ও অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্য দপ্তরের পদস্থ আধিকারিকগণ। আগত প্রতিনিধিদের বর্ণময় আয়োজনে স্বাগত জানায় রাজ্য সরকার। প্রতিনিধিরা এমবিধি বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথে সেখানে রাজ্যের ঐতিহ্যময় নৃত্যের ছন্দেও ঢাকের তালে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, তারপর জি ২০ প্রতিনিধিরা রাজ্যের বর্ণময় আপ্যায়নের মধ্যে দিয়ে আগরতলা পলো টাওয়ার হোটেলে আসে। সেখানেও তাদের স্বাগত জানায়, রাজ্য সরকারে পক্ষ থেকে। বিশেষ করে বিমান বন্দর থেকে একেবারে হোটেল পর্যন্ত বিভিন্ন জায়গায় রাজ্যের পক্ষে তুলে ধরা হয়েছে রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে। ৩ ও ৪ এপ্রিল আগরতলায় দু..

 
সম্পূর্ণ খবর পড়তে আমাদের নিউজ অ্যাপ ডাউনলোড করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *