রাজ্যে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদক্ষেপ তাপপ্রবাহ : ত্রিপুরার শিক্ষা দপ্তর এখনো ব্যবস্থা নেয়নি
ত্রিপুরা, ১৭ এপ্রিল : সারা দেশের সাথে আমাদের রাজ্যেও চৈত্রের শেষ থেকে তীব্র দাবদাহ চলছে। আবহাওয়াবিদদের মতে, গত কয়েক বছরের মতো এ বছরও সারা দেশেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। এমনকি এ বছর এই তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে বলেই অভিমত আবহাওয়াবিদদের। এই তাপপ্রবাহের ফলে নানারকম শারীরিক সমস্যায় ভুগছেন বিশেষ করে গরিব শ্রমজীবী মানুষ। এছাড়াও চরম দুর্ভোগের মধ্যে পড়ছে বিদ্যালয়গামী ছোট ছোট ছেলে মেয়েরা। সমস্যা বেশি যেসব স্কুলে শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগ কিংবা বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন শ্রেণিকক্ষে অনেক ছাত্র-ছাত্রী একসাথে বসলে, পাখা থাকলেও ছোট ছেলে-মেয়েদের অসুস্থ হবার সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়গুলি মাথায় রেখে বিভিন্ন রাজ্য এর মধ্যেই তাপপ্রবাহ থেকে ছাত্র-ছাত্রীদের বাঁচাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের জন্য গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার ঘোষণা দিয়েছে। দিল্লি সরকার একগুচ্ছ কর্মসূচি নিয়েছে তাপপ্রবাহ থেকে বাঁচতে। দিল্লির সব স্কুলে দুপুরের পরে যে ছাত্র সমাবেশ করা হতো তা বাতিল করা হয়েছে।