Feature Newsfleshবিশ্বভারত

বিশ্বে জনসংখ্যায় শীর্ষস্থানে ভারত

ত্রিপুরা, ২০ এপ্রিল : বিশ্বের সবথেকে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল। চিন। তবে চিনের থেকে এবার সেই স্থান ছিনিয়ে নিল ভারত। জনসংখ্যার নিরিখে চিনকেও টেক্কা দিল। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হল ভারত। চিনের থেকে প্রায় ২৮ লক্ষ (২.৮ মিলিয়ন) বেশি জনসংখ্যা ভারতের । রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের পপুলেশন ফান্ড একটি নথি প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত 2023 সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের জনসংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৪২.৮ কোটি। আর চিনের বর্তমান জনসংখ্যা ১৪২.৫ কোটি। অর্থাৎ চিনের থেকে ভারতের জনসংখ্যা প্রায় ২৮ লক্ষ বেশি। আর জনসংখ্যার নিরিখে চিনের পরেই তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকেই এই রিপোর্ট তৈরি হয়েছে। ১৯৫০ সালে রাষ্ট্রপুঞ্জ সব দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট প্রকাশ করা শুরু করে। সেই ১৯৫০ সাল। থেকে শুরু করে ২০২৩ সাল অবধি, এই প্রথম চিনকে ছাপিয়ে গেল ভারতের জনসংখ্যা। ইউএনএফপিএ-র রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *