গরমে রাজ্যজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে
ত্রিপুরা, ২১ এপ্রিল : গরমে রাজ্য জুড়ে বিদ্যুৎ চাহিদা বাড়ছে। বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার জানিয়েছেন, গত মঙ্গলবার রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৩৪৪ মেগাওয়াট। যা ছিল এখন পর্যন্ত সর্বকালীন বিদ্যুৎ চাহিদা। তিনি জানান, রাজ্যে এখন প্রতিদিন চাহিদা গড়ে ৩৪০ মেগাওয়াট। আজ সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৩১৯ মেগাওয়াট। তিনি আরও বলেন চাহিদা পুরন করতে প্রতিদিন সেন্ট্রাল গ্রিড থেকে অতিরিক্ত ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে হচ্ছে নিগমকে। তিনি জানান, রাজ্যে এ সি মেশিন, এয়ারকুলার, স্ট্যান্ড ফ্যান ব্যবহার বেড়েছে। বিদ্যুৎ নিগমের কাছ থেকে আগাম অনুমতি নিয়ে এসব যন্ত্রপাতি ব্যবহার করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বিদ্যুৎ নিগম থেকে বিজ্ঞপ্তিও জারি করা..