রাজ্যে এলো ভোটিং মেশিন
ত্রিপুরা, ২৮ এপ্রিল : সারা দেশে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মোদি-শাহ’রা চাইছেন আগামী মার্চ মাসের মধ্যে লোকসভা ভোট সেরে ফেলতে। ফেব্রুয়ারিতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। আবার ফেব্রুয়ারি মাসেই লোকসভায় বাজেট অধিবেশন। আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার চার মাসের জন্যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এরপর নতুন কোনো সরকার কেন্দ্রে এলে সেই সরকারের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শেষ করেছে। বৃহস্পতিবার তেলেঙ্গানা থেকে রাজ্যে এসে পৌঁছলো ভোটিং মেশিন। মোট ব্যালট মেশিন এসেছে ১০৩০টি। এরমধ্যে কনট্রোল ইউনিট রয়েছে ১৯৭০টি। ভিপি প্যাড মেশিন এসেছে ৯৬০টি। আরো ভোটিং মেশিন আসবে বলে জানা গেছে।