৩৯ দশমিক ৮ ডিগ্রি, তীব্র তাপপ্রবাহ

ত্রিপুরা, ৯ মে : তীব্র গরমে জ্বলছে রাজ্য। বৃষ্টির দেখা নেই। সর্বোচ্চ তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। গত কিছুদিন ধরে যেভাবে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির দেখা মিলছে না তাতে প্রশ্ন উঠছে রাজ্য কি খরার দিকে এগুচ্ছে। এবছরও দেখা নেই। কালবৈশাখীর। কৃষির মাঠ ফুটিফাটা হয়ে যাচ্ছে। ভেঙে পড়েছে সেচ ব্যবস্থা। মার খাবে খাদ্য উৎপাদন। নদী নালা, জলাশয় শুকিয়ে যাওয়ায় মার খাবে মাছের উৎপাদনও। সোমবারের প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যের। রবিবার বিকেলে তাপমাত্রা যেখানে থেমেছিল সোমবার সকালে সেখান থেকেই পারদ চড়া শুরু হয়েছে। বেলা একটু একটু করে বাড়ার সাথে সাথে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। এক সময় মনে হয় গগনতলে আগুন জ্বলছে। রাস্তায় বের হলে নাকে মুখে যেন আগুনের হলকা লাগছে। প্রচণ্ড তাপে ঘরের আসবাবপত্রও রীতিমতো গরম হয়ে যায়। ঘরে বৈদ্যুতিক পাখা চালিয়েও স্বস্তি নেই। গরম বাতাস দিচ্ছে। ঘরে-বাইরের অবস্থা বলার মতো নয়। তীব্র গরমে যেন থেমে গেছে। কর্মব্যস্ততা। রাস্তাঘাটে লোকজন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *