ভ্যাটের উদ্যোগে আগরতলায় জি-২০ সুশাসন কর্মসূচি
ত্রিপুরা, ৯ মে : সেবা সেবার অনুভূতি, পরোপকারীতা এবং স্বেচ্ছাসেবকতাকে সামনে রেখেই ৭ই মে ভ্যাটের উদ্যাগে আগরতলাতে অনুষ্ঠিত হয় জি-২০ সুশাসন কর্মসূচি। এ দিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন সিভিল ২০-এর পৃষ্ঠপোষক এবং ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সভাপতি ডক্টর বিনয় সহস্রবুদ্ধে সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি-২০ এর অধীনে সিভিল ২০ এর সেবা ওয়ার্কিং গ্রুপ এর সমন্বয়কারী সন্তোষ গুপ্ত, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সত্যদেও পোদ্দার, নাবার্ড এর ডেপুটি জেনারেল ম্যানেজার দিগস্ত কুমার দাস, ভ্যাট এর কার্যকরী অধিকর্তা ডক্টর শ্রীলেখা রায়। অনুষ্ঠানে বিশেষ আলোচনায় ফুটে ওঠে বিশ্বব্যাপী সুশীল সমাজ সহানুভূতি, নিঃস্বার্থতা এবং সামাজিক আদর্শ দ্বারা চালিত একটি মূল্যবোধ সমৃদ্ধ সমাজ। ভারতীয়..