লাফিয়ে বাড়ল সেনসেক্স ও নিফটি চাঙ্গা শেয়ার মার্কেট
ত্রিপুরা, ১৬ মে : সেনসেক্স ও নিফটি লাফিয়ে বাড়ল সোমবার। এদিন বাজার খুলতেই চাঙ্গা হয়ে ওঠে ভারতের শেয়ার মার্কেট। শুক্রবার লালে শেষ হয়েছিল শেয়ার মার্কেট, কিন্তু সোমবার শুরু থেকেই সবুজ এবং শেষও হয়েছে সবুজে। পিকারি বাজারদর পড়তেই শেয়ার মার্কেট চাঙ্গা হয়ে উঠল আরও। সোমবার সেনসেক্স ৩১৮ পয়েন্ট বেড়েছে। এর ফলে ৬২ হাজার ৩৪৫ হয়েছে সেনসেক্স। আর নিফটি ১৮,৪০০-এর কাছাকাছি অবস্থায় বন্ধ হয়েছে শেয়ার মার্কেট। ভারতের পাইকারি বাজার দর বা ডরুপিআই মুদ্রাস্ফীতি সহজ হওয়াতেই এই বৃদ্ধি। রিয়েলটি স্টকও বেড়েছে এদিন।শেয়ার মার্কেট সূত্রে জানা গিয়েছে, সমস্ত সেক্টর এদিন সবুজে শেষ হয়েছে। নিফটি রিয়েলটি ৪.৩২ শতাংশ লাফিয়ে বেড়েছে। মিডিয়া সূচকটি ২.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিয়েলটি স্টক, টাটা মোটরস এবং এপ্রিলের মূল্যস্ফীতির পরিসংখ্যানে সোমবার দেশীয় ইক্যুইটি গুলি উচ্চতর হয়েছে। বিএসই বেঞ্চমার্ক সেনসেক্স ৩১৭.৮১ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ৬২,৩৪৫.৭১-এ বন্ধ হয়েছে। এনএসই নিফটি-৫০ শেষ হয়েছে ৮৪.০৫ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে। নিফটি-৫০ দাঁড়িয়েছে ১৮,৩৯৮.৮৫-এ। এর ফলে শেয়ার মার্কেট চাঙ্গা হয়েছে, বিনিয়োগকারীরাও খুশি। ডিএলএফ, পেটিএম, বন্ধন ব্যাঙ্ক, জিএআই এল ইন্ডিয়া, হিরো মোটর কর্পোরেশন, টাটা মোটরস, ব্যাঙ্ক অফ বরোদা এবং ডাবর ইন্ডিয়া সোমবার শীর্ষ..