আজ রাজ্যে ভাজপার গণবৈঠক
ত্রিপুরা, ২৬ মে : চলতি বছরের মে মাস শেষের পথে। পরের বছরের এপ্রিলে হওয়ার কথা লোকসভা নির্বাচন। মাঝে সময় বলতে সাকুলো ১০ মাস। তাই নানা কর্মসূচির নামে লোকসভা ভোটের প্রস্তুতিতে ক্রমেই গতি বাড়িয়ে চলেছে বিজেপি। শুক্রবার একযোগে রাজ্যের ৬০টি মণ্ডলে কার্যকারিণী বৈঠক ডাকা হয়েছে। তাতে বিভিন্ন জায়গায় মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে দলের প্রদেশ কিংবা জেলা স্তরীয় কার্যকর্তাদের উপস্থিত থাকতে রয়েছে | দলীয় নির্দেশ। রাজ্য জুড়ে এই গণ | বৈঠকের জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এদিকে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি’র রাজ্য কার্যালয়ে দলের সোশ্যাল মিডিয়ার কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন প্রদেশ সাধারণ….