রাজধানীর রাজপথকে নরক বানাচ্ছে অটো, টমটম ও রিক্সা
ত্রিপুরা, ৩১ মে : রাজধানী আগরতলার গতি কমিয়ে দিচ্ছে তিন চাকার টমটম গাড়ি। এমনিতেই আগরতলার রাজপথগুলি তুলনামূলকভাবে অনেকটাই ছোট পরিসরে। তার উপর অবৈধভাবে ফুটপাত দখল। ফলে স্বভাবতই পথচারীদের মূল সড়কের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে। এতে করে পথচারীদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিদিন। তার উপর যদি ধীরগতির যানবাহন টমটম মূল সড়কের উপর দিয়ে চলাচল করে ফলে স্বভাবতই টমটমের পেছনে থাকা যানবাহনগুলিকেও ধীরলয়ে চলতে হয়। যার কারণে গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে মানুষকে অনেক সময় নষ্ট করতে হয়। যতটুকু জানা গেছে, টমটম গাড়িগুলি মূল সড়কের উপর দিয়ে চলাচল করার কথা নয়। পাড়ার গলিপথ দিয়ে এই টমটমগুলি যাত্রীদের মূল সড়কের মুখে এনে নামিয়ে দেবে এমনটাই নিয়ম। কিন্তু রাজ্যের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো চিত্রই দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরকে এখন থেকেই ভাবনা চিন্তা করতে হবে সংশ্লিষ্ট মহলের অভিমত। প্রয়োজনে…